২৯ জানুয়ারি, ২০২৫ || ১৫ মাঘ, ১৪৩১
ফেনীতেও অবরোধ চলছে   বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ
  • Updated Nov 09 2023
  • / 465 Read

 

নিজস্ব প্রতিনিধি;
সারা দেশের ন্যায় ফেনীতেও বিএনপি-জামায়াতের আহবানে ৩য় দফা অবরোধ চলছে। অবরোধের সমর্থনে বুধবার সকালে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর অংশে তেমন কোন যাত্রীবাহী বাস দেখা না গেলেও তবে থেমে থেমে কিছু মালবাহী পরিবহন চলছে। মহিপাল এলাকায় বাস কাউন্টার খোলা থাকলেও যাত্রী না থাকায় কর্মচারীরা অলস সময় পার করছে। ফেনী থেকে ছেড়ে যায়নি স্টার লাইন বাসসহ অন্যকোন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন। তবে ফেনী শহর ও উপজেলা শহরগুলোতে তুলনামূলক স্বাভাবিক চলছে থ্রিহুইলার। 


বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে জেলা সভাপতি শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে একটি মিছিল শহরের ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের সামনে থেকে শুরু করে দাউদপুল চৌধুরী বাড়ির সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপি সদস্য কামরুল হাসান মাসুদ, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক তপন কর, পৌর বিএনপি আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্র দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামসু উদ্দিন খোকন, জেলা তাঁতী দলের সদস্য সচিব ইয়াছিন বাবু, জেলা মৎস্যজীবী সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিকের নেতৃত্বে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিপালে আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় সরকারের পদত্যাগ ও অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।


এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সরকারী কলেজের প্রধান গেইটে তালা ঝুলে দেন ছাত্রদলের নেতারা। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তালা ভেঙ্গে দেয়। 
এদিকে অবরোধের কারণে এদিনও ফেনী থেকে দূরপাল্লার কোন যাত্রীবাহীবাস ছেড়ে যায়নি। তবে জেলা শহরসহ অভ্যন্তরিণ সড়কগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।
অবরোধের বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, আন্দোলন ঠেকাতে সরকার দলীয় ক্যাডারদের সঙ্গে নিয়ে প্রশাসনের লোকজন বিএনপি নেতা-কর্মীদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করে যাচ্ছে। দেশের সাধারণ জনগণ তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছেন। আন্দোলনের মধ্যে দিয়ে এ অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরনের নাশকতারোধে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Tags :

Share News

Copy Link

Comments *